কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সরু চালের দাম বাড়তি মোটা চালে মন্দা

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৪ মার্চ ২০২৪, ১২:৫৪

রাজধানীতে পাইকারি ও খুচরা পর্যায়ে মোটা ও মাঝারি চালের বাজারে মন্দা অবস্থা চলছে। তবে সরু চালের দাম বাড়তির দিকে। ব্যবসায়ীরা জানিয়েছেন, মাঝারি ও মোটা চালের চাহিদা কমায় দামও কিছুটা কমতির দিকে। ভোক্তারা বলছেন, সরু চালের দাম বাড়তি। টিসিবির বাজার তদারকির প্রতিবেদনেও সেটির প্রমাণ পাওয়া যায়।


আজিমপুর সরকারি কলোনির বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, চার দিন আগে তিনি ৫০ কেজি ওজনের এক বস্তা নাজিরশাইল চাল ৩ হাজার ৪০০ টাকায় কিনেছেন। দুই মাস আগে এর দাম ছিল ৩ হাজার ১৫০ টাকা।


রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকির প্রতিবেদন অনুযায়ী, গতকাল রোববার প্রতি কেজি সরু চাল বিক্রি হয়েছে ৬২-৭৫ টাকায়। এক সপ্তাহ আগে দাম ছিল ৬০-৭৫ টাকা। তবে মাঝারি মানের চাল গতকাল বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকা কেজি দরে। এক মাস আগে ছিল ৫২-৫৬ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও