খেজুরসহ বিদেশি ফলের দাম চড়া
প্রথম আলো
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৪, ১২:০৮
পবিত্র রমজান ঘিরে এবার বেশ আগেভাবে বেড়েছে খেজুরের দাম। এখন খুচরা বাজারে বাড়ল আপেল, কমলা ও মাল্টার মতো বিদেশি ফলের দাম। আমদানি করা এসব ফলের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৫০ টাকা। দাম বাড়ার জন্য বাড়তি দরে শুল্কায়ন ও ডলার–সংকটকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। তবে বাজারে দেশি ফলের সরবরাহ ভালো। আনারস, কলা, পেয়ারা, বরইয়ের মতো ফলের সঙ্গে তরমুজও বাজারে আসতে শুরু করেছে।
গতকাল রোববার রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ, মগবাজার ও কারওয়ান বাজারের ফল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে খুচরা পর্যায়ে বিদেশি ফলের দাম বেড়েছে। কেজিতে মাল্টার দাম বেড়েছে ৫০ টাকা। বাজারে দেশি মাল্টার সরবরাহ কম, তাতে ২২০ টাকা কেজির আমদানি করা মাল্টা কিনতে হচ্ছে ২৭০ টাকা কেজি। কোথাও কোথাও দাম আরও বেশি চাওয়া হচ্ছে।