সৌদিতে ঠান্ডায় অনুশীলন বাংলাদেশের
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৪, ১২:০০
সৌদি আরবের আবহাওয়া সাধারণত গরম। জাতীয় ফুটবল দল সৌদিতে অনুশীলন করেছে আগেও। তবে এবারের অভিজ্ঞতা একটু ভিন্ন। মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ সৌদি আরব পৌঁছেছে ২ মার্চ ভোররাতে। দেশটির তায়েফে ১৭ মার্চ পর্যন্ত বাংলাদেশ অবস্থান করবে। গতকাল সৌদি সময় সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ দল প্রথম অনুশীলন করে।
কিং ফাহাদ স্পোর্টস সিটিতে বাংলাদেশ ফুটবল দল সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত অনুশীলন করে। ঠান্ডা ও বাতাসের মধ্যে অনুশীলন করতে হয়েছে ফুটবলারদের। জাতীয় দলের ম্যানেজার আমের খান সৌদি আরব থেকে বলেন,‘তায়েফের আবহাওয়া সৌদির অন্য শহর থেকে একটু ভিন্ন। স্থানীয়রা বলছেন সন্ধ্যার দিকে কিছুদিন আগে আরও বেশি ঠান্ডা ছিল। এখন সেই তুলনায় একটু কম।’