কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


দলত্যাগী নেতাদের শূন্যতা পূরণে হিমশিম বিএনপির

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে দলত্যাগী নেতাদের এলাকায় নেতৃত্ব‘শূন্যতা’ পূরণে হিমশিম খাচ্ছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে এসব নেতার কেউ আওয়ামী লীগ, কেউ ‘কিংস পার্টি’তে যোগ দিয়ে নির্বাচন করেছেন, আবার কেউ করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তাদের মধ্যে যেমন অনেক হেভিওয়েট নেতা ছিলেন, তেমনি মধ্যম সারির নেতাও। নির্বাচনে অংশ নিতে এসব নেতাকে যেমন ভয়ভীতি, প্রলোভন দেখানোর অভিযোগ রয়েছে, তেমনি দলের ভেতর কোণঠাসা, অবমূল্যায়নেও ছিলেন হতাশ ও ক্ষুব্ধ। তাদের সেই রাগ, ক্ষোভ আর অভিমানের সঙ্গে সরকারি মহলের ‘চাপ’ নিয়ামক হিসেবে কাজ করেছে বলে মনে করছেন দলটির নেতাকর্মী। ওইসব নেতার নির্বাচনী এলাকার নেতাকর্মীর সঙ্গে আলাপ করে এ তথ্য পাওয়া গেছে। 

স্থানীয় নেতাকর্মী জানান, দল থেকে যেসব নেতা চলে গেছেন, বহিষ্কার হয়ে নির্বাচন করেছেন– সেসব স্থানে নেতৃত্বশূন্যতা প্রকট আকার ধারণ করেছে। অনেক স্থানে নতুন আর তরুণরা দৌড়ঝাঁপ করলেও হালে পানি পাচ্ছেন না। আবার যেসব ‘ত্রুটি-বিচ্যুতি’র কারণে তারা দলত্যাগে উৎসাহিত হয়েছেন, সেসব কারণ উদ্ঘাটনেও কোনো প্রচেষ্টা নেই দলের। এতে শুধু নির্দিষ্ট ওইসব এলাকা নয়, আরও অনেক স্থানে বাড়ছে ক্ষুব্ধ ও হতাশ নেতাদের সংখ্যা। পরবর্তী কোনো পরিস্থিতিতে তারাও হয়তো দলবিরোধী সিদ্ধান্ত নিতে পারেন বলে আশঙ্কা নেতাকর্মীর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন