শিল্পাঞ্চলে বাড়ছে ছিনতাই-হামলা, নিরাপত্তাহীনতায় কর্মীরা

জাগো নিউজ ২৪ হবিগঞ্জ প্রকাশিত: ০৪ মার্চ ২০২৪, ১১:২০

হবিগঞ্জের শিল্পাঞ্চল হিসেবে খ্যাত অলিপুর। বড় কয়েকটি শিল্পগ্রুপের কারখানা রয়েছে এখানে। কর্মরত কয়েক হাজার মানুষ। সম্প্রতি অলিপুর ও আশপাশের শিল্পাঞ্চল ঘিরে বাড়ছে অপরাধপ্রবণতা। দুর্বৃত্তদের হামলার শিকার হচ্ছেন শ্রমিক-কর্মকর্তারা। কেড়ে নেওয়া হচ্ছে মোবাইল ফোন-নগদ টাকা। সন্ত্রাসীদের ভয়ে মামলা করতেও সাহস পান না কেউ। এসব ঘটনার পর পুলিশি টহল জোরদার করা হলেও এ এলাকায় কর্মরত কয়েক হাজার শ্রমিক-কর্মকর্তার কাটছে না আতঙ্ক।


সম্প্রতি হামলার শিকার অলিপুরে প্রতিষ্ঠিত একটি শিল্পপ্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জাগো নিউজকে জানান, কয়েকদিন আগে খাওয়া-দাওয়া করে রাতে বাইরে হাঁটছিলেন। রাত পৌনে ১০টার দিকে কয়েকজন যুবক লাঠি দিয়ে তাকে পিটিয়ে কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলযোগে পালিয়ে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও