কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যদের কার সম্পদ কত

প্রথম আলো প্রকাশিত: ০৪ মার্চ ২০২৪, ১১:০২

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আবারও যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের অনেকের আয় ও সম্পদ দুটোই বেড়েছে। পরপর দ্বিতীয়বারের মতো সংসদে এসেছেন ৮ জন। এই সংসদে সংরক্ষিত আসনের ৫০ জন সদস্যের মধ্যে ২৬ জনের ব্যাংকে জমা টাকা, সঞ্চয়পত্র, শেয়ার, সোনার অলংকার ও গাড়ির দাম মিলিয়ে মোট অস্থাবর সম্পদ কোটি টাকার বেশি।


সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা নির্বাচন কমিশনে যে হলফনামা দিয়েছেন, তা পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে। গত ২৮ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। এর মধ্যে ৪৮টি আসনে আওয়ামী লীগের এবং বাকি ২টি সংরক্ষিত আসনে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি থেকে প্রার্থীরা সদস্য নির্বাচিত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও