কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শোবার ঘর সাজানোর ৫ নিয়ম

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ মার্চ ২০২৪, ২৩:০৪

ঘুমানো, বিশ্রাম বা সঙ্গী নিয়ে কিংবা নিজের মতো থাকার জন্য বাসায় শোবার ঘরটি নিশ্চই প্রিয় জায়গা।


তাই অন্যান্য ঘরের তুলনার এই ঘর মন-মতো সাজানোর জন্য কিছু বিষয় জানা থাকা উচিত।


নিয়ম ১: বিছানা কখনও ঘরের কোণাতে স্থাপন করা যাবে না


শোবার ঘর সাজানোর ক্ষেত্রে যদি একটা নিয়ম সবসময় মানতে হয়, তা হল বিছানা কখনও দেওয়াল ঘেষে বা কোণাতে রাখা যাবে না।


এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে মার্কিন অন্দরসজ্জাকর ও ‘হাউজ অফ হানি’র প্রতিষ্ঠাতা বলেন, “বিছানা দেওয়ালের কোণার দিকে রাখলে এর একদিকের কার্যকারিতা হারায়। খাটের তলায় কোনো জিনিস রাখলে একদিক দিয়ে বের করা ঝামেলাপূর্ণ। এছাড়া অধিক মানুষের ক্ষেত্রে বিছানার একদিক দিয়ে ওঠা-নামা করতে সমস্যা হয়।”


নিয়ম ২: শোবার ঘরে ঢোকার সময়েই বিছানা চোখে পড়া


এই বিষয়ে একই প্রতিবেদনে আরেক মার্কিন অন্দরসজ্জাকর কেট ডসন বলেন, “ঘরে ঢাকার সময়ে যদি বিছানা চোখে পড়ে তবে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে। এমনকি এক পলকেই শোবার ঘরের নকশা চোখের সামনে চলে আসায় সারাদিনের ক্লান্তি দ্রুত সারাতেও কাজ করবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও