ময়লা ইয়ারফোন ব্যবহারে হতে পারে যে বিপদ
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৪, ১২:৩৫
হেডফোন বা ইয়ারফোন ব্যবহারে অভ্যস্ত এখন কমবেশি সবাই। অবসরে অথবা চলতি পথে গান কিংবা এফএম রেডিও শুনে সময় কাটানোর জন্য ইয়ারফোন বা হেডফোন এক অপরিহার্য অনুষঙ্গ।
দীর্ঘসময় ইয়ারফোন ব্যবহারে নানা রকম সমস্যা হতে পারে সবাই কমবেশি জানি কিন্তু ইয়ারফোনে জমে থাকা ময়লা থেকেও যে বড় ধরনের বিপদ হতে পারে, তা অনেকেরই অজানা।
চলুন, জেনে নেওয়া যাক নিয়মিত ইয়ারফোন পরিষ্কার না করলে কী ধরনের সমস্যা হতে পারে।
অপরিষ্কার ইয়ারফোন ব্যবহারে যেসব সমস্যা হতে পারে
কানের ময়লা থেকেই অনেক দিন ধরে ব্যবহার করা ইয়ারফোন বা প্লাগের খাঁজে ময়লা জমে থাকে। আর সেখানেই বাসা বাধে ব্যাকটেরিয়া। সেই ময়লা ইয়ারফোন আবার ব্যবহার করলে সেখান থেকে কানে সংক্রমণ হওয়া অস্বাভাবিক নয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- স্বাস্থ্য ঝুঁকি
- ইয়ারফোন