মানুষের নাড়ি ও ধমনিতে প্লাস্টিক কণার খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা
প্রথম আলো
প্রকাশিত: ০১ মার্চ ২০২৪, ২২:২১
ভয়ানকভাবে প্লাস্টিক দূষণের মুখে পড়ছে পৃথিবী। প্রাণ ও পরিবেশ কেউই যেন রেহাই পাচ্ছে না প্লাস্টিকের থাবা থেকে। মানুষের রক্ত ও বুকের দুধে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের খোঁজ মিলেছে বেশ আগেই। এবার মানুষের নাড়ি ও ধমনিতেও ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের খোঁজ পেয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। মানবস্বাস্থ্যের ওপর মাইক্রোপ্লাস্টিকের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তাঁরা।
নতুন এক গবেষণা চালিয়ে মানুষের ১৭টি ধমনিতে প্লাস্টিকের ব্যাগ ও বোতল তৈরিতে ব্যবহৃত মাইক্রোপ্লাস্টিকের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এসব প্লাস্টিক কণা ধমনির টিস্যুতে জমা হওয়ার পাশাপাশি রক্ত জমাটে বাঁধা দেয়। প্লাস্টিক কণাগুলো স্বাস্থ্যের ওপর কতটা প্রভাব ফেলতে পারে, তা এখনো অজানা বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।