কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গান তৈরি ও সম্পাদনার নমুনা দেখাল অ্যাডোবিকৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গান তৈরি ও সম্পাদনার নমুনা দেখাল অ্যাডোবি
প্রথম আলো
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৫
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে গান তৈরি ও সম্পাদনার নমুনা দেখিয়েছে অ্যাডোবি ইনকরপোরেটেড। গত বুধবার যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে অনুষ্ঠিত হট পড সামিটে প্রজেক্ট মিউজিক জেন এআই কন্ট্রোল নামের টুল প্রদর্শন করে প্রতিষ্ঠানটি।
এ টুলের সাহায্যে লিখিত বর্ণনা থেকে গান তৈরি এবং অন্য কোনো সফটওয়্যারে না ঢুকেই অডিও সম্পাদনা করা যাবে।