কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বইমেলা ঘিরে তৎপর মোবাইল ফোন চুরি ও ছিনতাই চক্র

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৫

অমর একুশে বইমেলা ঘিরে মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনা ‘বেড়েছে’ বলে জানাচ্ছেন লেখক, প্রকাশ ও বিক্রয়কর্মীরা।


তারা বলছেন, মেলায় প্রায় প্রতিদিনই মোবাইল ফোন চুরি হচ্ছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে চুরি-ছিনতাই বেশি হচ্ছে।


তবে এসব ঘটনায় কতগুলো অভিযোগ জমা পড়েছে কিংবা জিডি হয়েছে, সেই তথ্য দিতে পারেননি মেলার নিরাপত্তায় নিয়োজিত কর্তৃপক্ষ ও শাহবাগ থানা পুলিশ।


গত ১৮ ফেব্রুয়ারি কবি শিহাব শাহরিয়ারের ছেলে ও ভাতিজার কাছ থেকে দুটি আইফোন ছিনতাই করে একটি চক্র।


শিহাব শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি দামি বাইকে করে এসে হেলমেট পড়া একজন টিএসসির সামনে আমার ছেলে ও ভাতিজাকে আটকায়। আমার ধারণা, মেলা থেকেই তাদের অনুসরণ করছিল এবং পরে কোনো কেমিকেল ব্যবহার করে। তাদের দুটি আইফোন নিয়ে যায়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও