কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কতদিন পর পর চুলে ব্লিচ করা যায়?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৩

আমাদের চুল কিছুটা তাপ সহিষ্ণু হলেও এর একটা সহনীয় মাত্রা আছে। যা অতিক্রম করে গেলে চুলে ক্ষয় ও ফাটাভাব দেখা দেয়।


ব্লিচিংয়ের কারণে চুলের প্রাকৃতিক গঠন ভেঙে যায় এবং সুরক্ষার স্তর ক্ষতিগ্রস্ত হয়। যদিও চুলে ব্লিচ ব্যবহার করা যায়। তবে কত ঘন ঘন ব্যবহার করা যাবে সে বিষয়ে ধারণা থাকার প্রয়োজন রয়েছে।


ব্লিচ যেভাবে চুল ক্ষতিগ্রস্ত করে


ব্লিচিং করা হলে, এর রাসায়নিক উপাদানগুলো চুলে প্রবেশ করে রং হালকা করে।


এই বিষয়ে নিউ ইয়র্ক’য়ের ‘এলআরএন বিউটি’ স্যালনের দক্ষ কেশসজ্জাকর লরেন পাইয়োনিকো রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “চুলের কিউটিকেলকে সাপের খোলসের মতো ভাবুন। ব্লিচ চুলে প্রবেশ করে এই খোলস উন্মুক্ত করে। ফলে কিউটিকেলের রং হালকা হয়।”


ব্লিচিং শুরুতে চুলের কিছুটা ক্ষতি করে। তবে নিয়ন্ত্রিত, দক্ষ ও নিয়ম মতো পরিচর্যা করা হলে কয়েকদিনের মধ্যে চুল আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও