‘ডামি নির্বাচনের’ পর সরকার আরও বেপরোয়া হয়ে উঠেছে: মির্জা ফখরুল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডামি নির্বাচনের পর সরকার আরও বেশি ক্রুদ্ধ ও বেপরোয়া হয়ে উঠেছে। গণতন্ত্রের লেবাস নিয়ে আরও আগ্রাসী রূপ ধারণ করেছে।
আজ রোববার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন। গতকাল শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ১২–দলীয় জোটের ‘ভারত বর্জন’ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুলের দেওয়া বিবৃতিতে ‘সরকার আরও বেপরোয়া’ হয়েছে বলে অভিযোগ তোলেন।
আওয়ামী লীগ সরকারকে গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি হিসেবে আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, জাতীয় প্রেসক্লাবের সামনে ১২–দলীয় জোটের কোনো রাষ্ট্রবিরোধী কর্মসূচি ছিল না। গণতান্ত্রিক বিশ্বে মতপ্রকাশের স্বাধীনতার যে স্বীকৃতি, তা আজ বাংলাদেশে ভূলুণ্ঠিত। সভা–সমাবেশ সংবিধানস্বীকৃত। অথচ এ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর সেই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে।