বদলে যাওয়া মিরপুরের গল্প

ডেইলি স্টার প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩০

চলতি শতকের শুরুর দিকেও মিরপুর যেন ছিল 'ঢাকার বাইরের এলাকা'। রসিকতা করে 'গ্রাম'ও বলতেন কেউ কেউ।


২০০৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ দিয়ে তৎকালীন মিরপুর স্টেডিয়ামে (বর্তমান শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম) যখন ক্রিকেটের যাত্রা শুরু হয়, তখন ক্রিকেটপ্রেমীদের অনেককেই আক্ষেপ করে বলতে শোনা গিয়েছিল যে 'এত দূরে খেলা দেখতে কেউ যাবে না'।


বাংলাপিডিয়ার সূত্রে জানা যায়, ব্রিটিশ আমলে মিরপুর ছিল কেরানীগঞ্জ থানা ও পাকিস্তান শাসনের শুরুর দিকে মিরপুর ছিল তেজগাঁও থানার অধীনে। ১৯৬২ সালে মিরপুর প্রথম থানা হয়। এরপর থেকে ক্রমশ বাড়তে থাকে মিরপুরের গুরুত্ব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও