কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হস্তশিল্পে প্রধান চ্যালেঞ্জ পুঁজির অভাব

প্রথম আলো প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২১

মাটি, বাঁশ, বেত কিংবা হোগলাপাতার মতো কাঁচামাল দিয়ে সহজেই বিভিন্ন ধরনের হস্ত ও কারুপণ্য বানানো যায়। এ কারণে শহর-গ্রামনির্বিশেষে অকৃষি খাতে আয় বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই শিল্প। অন্যদিকে পরিবেশবান্ধব হওয়ায় হস্ত ও কারুপণ্যের বৈশ্বিক চাহিদাও দিন দিন বাড়ছে। তবে পুঁজি ও যথাযথ প্রশিক্ষণের অভাব এবং মানসম্মত পণ্য কম থাকায় সম্ভাবনাময় এ খাতে এগোতে পারছেন না দেশীয় উদ্যোক্তারা।


কয়েক বছর ধরেই হস্তশিল্প পণ্যের রপ্তানি সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এ খাত নিয়ে আলাদা নীতিমালাও হয়েছে। এ ছাড়া স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী সময়ে বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্যকরণের চাপ বাড়বে। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২১ জানুয়ারি হস্তশিল্পকে ২০২৪ সালের বর্ষপণ্য ঘোষণা করেছেন। রপ্তানি নীতি অনুযায়ী, পণ্যভিত্তিক রপ্তানি উৎসাহিত করতে প্রতিবছর একটি পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করে সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও