কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সবজিতে পাওয়া স্বস্তি মাছ-মাংসে ম্লান

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২০

ভরা মৌসুমে চড়া দামে বিক্রি হলেও বসন্তের আগমনে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। গত সপ্তাহে কমতে শুরু করা সবজির দাম চলতি সপ্তাহে আরও কমেছে। তবে সবজির দাম শুনে ক্রেতার মুখে ফুটে ওঠা খুশির ঝিলিক মুদিদোকান ও মাছ-মাংসের বাজারে গিয়ে ম্লান হয়ে যাচ্ছে। কারণ, বাজারে মাছ, মাংস, ডিমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য চড়া দামেই আটকে আছে। ক্রেতাদের শঙ্কা, উচ্চমূল্যে স্থির হয়ে থাকা নিত্যপণ্যের দাম রমজান মাসে আরেক দফা বাড়বে। 


গতকাল শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে নিত্যপ্রয়োজনীয় সদাইপাতি কিনতে যাওয়া শামসুল ইসলাম বলেন, বহুদিন পর একটু শান্তিমতো সবজি কিনলাম। সব সবজির দামই মোটামুটি কমেছে। তবে মাছ-মাংস, মসলাপাতির দাম কমার বদলে উল্টো বাড়ছে। রোজায় নিশ্চয়ই সবকিছুর দাম আরও বাড়বে। 


গতকাল কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে জাত ও মানভেদে বিভিন্ন সবজির দাম কেজিতে ৫-২০ টাকা পর্যন্ত কমেছে। শিম, শালগম, মুলা, গাজর ২০-৩০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। বেগুন ৩০-৬০ টাকা, টমেটো ৩০-৪০ টাকা, শসা ৫০-৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। কাঁচা মরিচ কেজিপ্রতি ৪০-৮০ টাকা দরে বিক্রি হয়েছে। এ ছাড়া চিচিঙ্গা ৫০-৬০ টাকা, কচুর লতি ৬০-৭০ টাকা, বরবটি ও করলা ৭০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ২০-৩০ টাকা, লাউ প্রতিটি ৪০-৬০ টাকায় বিক্রি হতে দেখা যায়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও