You have reached your daily news limit

Please log in to continue


জাতিসংঘে গাজা বিষয়ে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা এমএসএফের

গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবে বারবার ভিটো দেওয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে মেদসাঁ সঁ ফ্রোঁতিয়ের বা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) ।

বৃহস্পতিবার এমএসএফের মহাসচিব ক্রিস্তোফার লকইয়ার বলেছেন, “গাজার মানুষদের দরকার একটি যুদ্ধবিরতি, যখন সম্ভব তখন নয়, এখনই। তাদের একটি টেকসই যুদ্ধবিরতি দরকার, অস্থায়ী শান্ত সময়কাল নয়। এরমধ্যে কোনটি কম হলে তা হবে চরম অবহেলা।”

গাজায় ইসরায়েলি হামলা বন্ধে আশু যুদ্ধবিরতির জন্য নিরাপত্তা পরিষদের দাবিতে যুক্তরাষ্ট্র বারবার ভিটো ব্যবহার করে বাধা দেওয়ায় তিনি আতঙ্কিত বোধ করছেন বলে জানান লকইয়ার; খবর বার্তা সংস্থা রয়টার্সের।   

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন