![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-02%252Fc61d9d72-8d76-48e3-bd99-a6bd584e15a4%252FHeinrich_Hertz_Deutsche_200_1Kcs.jpg%3Frect%3D0%252C0%252C832%252C468%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
হাইনরিখ হার্টজের জন্ম
২২ ফেব্রুয়ারি ১৮৫৭
হাইনরিখ হার্টজের জন্ম
বিদ্যুৎচৌম্বকীয় তরঙ্গের আবিষ্কারক জার্মান পদার্থবিদ হাইনরিখ রুডলফ হার্টজ জার্মানির হ্যামবার্গে জন্মগ্রহণ করেন। ১৮৮৬ সালে তিনিই প্রথম বিদ্যুৎচৌম্বকীয় তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করে দেখান। বেতার স্পন্দন প্রেরণ ও গ্রহণের বিভিন্ন যন্ত্র তৈরি করেছেন হার্টজ। যেগুলো পরবর্তীকালে তারহীন যোগাযোগপ্রযুক্তির ক্ষেত্র নিয়ন্ত্রণ করেছে। বিজ্ঞানী জেমস ক্লার্কের দেওয়া আলোকের বিদ্যুৎচৌম্বকীয় সূত্র ব্যাখ্যা করেন এবং সম্প্রসারণ করেন হার্টজ। হাইনরিখ হার্টজের সম্মানে কম্পাঙ্ক (ফ্রিকোয়েন্সি) পরিমাপের এককের নামকরণ করা হয় হার্টজ। হার্টজের আবিষ্কার শেষ পর্যন্ত তারহীন টেলিগ্রাফ, বেতার ও টেলিভিশন উদ্ভাবনের পথ দেখিয়েছে।
২২ ফেব্রুয়ারি ১৯২৮
বেসিকের সহ–উদ্ভাবক টমাস কার্টজের জন্ম
প্রোগ্রামিং ভাষা বেসিকের সহ–উদ্ভাবক টমাস এনজেন কার্টজ জন্মগ্রহণ করেন। জন কেমেনির সঙ্গে তিনি সহজে প্রোগ্রামিং শেখার ভাষা বেসিক (বিগিনারস অল পারপাস সিমবোলিক ইনস্ট্রাকশন কোড) তৈরি করেন। ১৯৬০–এর দশকের শুরুতে কার্টজ বেসিক তৈরি করেছিলেন ডার্টমাউথ কলেজে তাঁর শিক্ষার্থীদের জন্য। কার্টজ যুক্তরাষ্ট্রের ইলিনয়ের নক্স কলেজ থেকে ১৯৫০ সালে স্নাতক ও ১৯৫৬ সালে প্রিন্সটন কলেজ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বছর তিনি ডার্টমাউথ কলেজের গণিত বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৮৩ সালে বেসিকের হালনাগাদ সংস্করণ বিপণন করতে কার্টজ ও কেমেনি ট্রু বেসিক ইনকরপোরেটেড প্রতিষ্ঠা করেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইতিহাসের এই দিনে