ভোটে ‘নাই’ হয়ে যাচ্ছে জাপা
সমকাল
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৯
নেতৃত্বের দ্বন্দ্বে ভাঙনের মুখে পড়া জাতীয় পার্টি (জাপা) ভোটের মাঠেও দিন দিন হারিয়ে যাচ্ছে। ৭ জানুয়ারির নির্বাচনে দলটি তার ইতিহাসের সর্বনিম্ন ১১ আসন এবং ৪ শতাংশ ভোট পেয়েছে। সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসলেও স্থানীয় সরকার নির্বাচনে লাঙ্গলের প্রার্থী হতে আগ্রহ দেখাচ্ছেন না কেউ।
রওশন এরশাদ নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করে সম্মেলনের ডাক দিলেও তাঁর অনুসারীদের উদ্দেশ্যও স্পষ্ট নয়। সরকারের সমর্থন তাদের সঙ্গে নেই। ৭ জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া রওশনপন্থিরাও ভোটের মাঠে সুবিধা করতে পারেননি।
আগামী ৯ মার্চ যে ২ সিটি করপোরেশন, ৯ পৌরসভা এবং ১৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, তার একটিতে মাত্র প্রার্থী দিতে পেরেছে জাপা। গত ১ থেকে ১১ ফেব্রুয়ারি স্থানীয় সরকারের মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি করেছে দলটি। মাত্র তিনজন ফরম কিনেছেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে