সরকারের সমালোচনা করতে সংসদে বিরোধী দল আছে, স্বতন্ত্ররাও আছে: ওবায়দুল কাদের

সমকাল নির্বাচন কমিশন কার্যালয় প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ কার্যকরে কোনো বাধা নেই। সরকারের সমালোচনা করতে সংসদে বিরোধী দল আছে, স্বতন্ত্ররাও আছে।’


আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের আওয়ামী লীগের মনোনয়নপত্র জমাদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।


‘সংসদ কেন কার্যকর হবে না? বাধাটা কোথায়?’ এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়েছে। যেখানে ৪১ শতাংশের বেশি ভোটগ্রহণ হয়েছে। পৃথিবীর বহু দেশের তুলনায় ভোট গণনার দিক দিয়ে বাংলাদেশে ভোট গণনা কম হয়েছে- এমনটা বলার কোনো সুযোগ নেই। নির্বাচনে ২৮টি দল অংশ নিয়েছে। একটা বিরোধী দলও আছে। জাতীয় পার্টি সংসদের ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে। সংসদে বিরোধী দল আছে এমনকি স্বতন্ত্ররাও আছেন। যারা প্রয়োজন মনে করলে সরকারের সমালোচনা করতে পারেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও