বরই খাওয়াই কাল হলো দুই বোনের?

ঢাকা পোষ্ট রাজশাহী প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৯

রাজশাহীতে অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে মুনতাহা মারিশা (২) ও মুফতাউল মাসিয়া (৫) নামে দুই বোন মারা গেছে। তাদের মৃত্যু নিপাহ ভাইরাসের কারণে হয়েছে কি না তা জানতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।


প্রাথমিকভাবে দুই শিশুর মৃত্যুর কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে তাদের বরই খাওয়ার ঘটনাকে। শিশুদের মায়ের দাবি, কুড়িয়ে পাওয়া বরই খাওয়ার পরই তাদের শরীরে জ্বর আসে।


দুই মেয়ের মৃত্যুর পর তাদের বাবা মঞ্জুর হোসেন (৩৫) ও মা পলি খাতুনকে (৩০) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মঞ্জুর হোসেন রাজশাহী ক্যাডেট কলেজের গণিত বিভাগের শিক্ষক। তিনি পরিবার নিয়ে ক্যাডেট কলেজের কোয়ার্টারে থাকেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও