কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যক্তিগত সাফল্যে সেরা ঢাকার তারকারা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৭

১২ ম্যাচের মধ্যে ১ জয়। টানা ১১ হারে বিপিএলে লজ্জার রেকর্ড। ম্যাচ শেষে ভক্তদের কাছে ক্ষমা চাওয়া। এতকিছুর মধ্য দিয়েই সবার আগে বিপিএল শেষ করেছে দুর্দান্ত ঢাকা। আসরের শেষ ম্যাচেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ১০ রানে হেরেছে তারা। সবার আগে আসর শেষ করায় আক্ষেপ ঝরেছে ঢাকার বিদেশি ক্রিকেটার অ্যাডাম রসিংটনের কণ্ঠে। 


তবে বিষ্ময়কর ব্যাপার, টুর্নামেন্টের রবিন রাউন্ড পদ্ধতির শেষদিকে এসে ব্যক্তিগত সাফল্যে সবার ওপরে আছেন ঢাকার তারকারাই। আসরের সেরা পাঁচ রানসংগ্রাহকের তালিকায় দুজন আছেন ঢাকার তারকা। আর সেরা বোলারের তালিকাতেও আছেন দুজন। মোট ১২ বিদেশীকে দলে টানলেও মোটাদাগে সকলেই ছিলেন ব্যর্থ। যার ফলে ঢাকাও বদায় নিয়েছে আগেভাগেই।


এখন পর্যন্ত এবারের আসরের ব্যাট হাতে সবচেয়ে বেশি রান ঢাকার অস্ট্রেলিয়ান তারকা অ্যালেক্স রসের। ১১ ম্যাচ খেলে দুর্দান্ত ঢাকার এই ব্যাটার করেছেন ৩৫২ রান। গড়ে ৩৯.১১ রান এসেছে প্রতি ম্যাচে। স্ট্রাইকরেটও নেহাত মন্দ না। ১৩৫ এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। ফিফটি আছে ৪টি। দলের বাকিদের সঙ্গ পেলে ঢাকাকেও হয়ত জেতাতে পারতেন কয়েকটি ম্যাচে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও