টিভি সিরিজ রপ্তানিতে তুরস্ক এখন বিশ্বে তৃতীয়, কোথায় যাচ্ছে তুর্কি সিরিয়াল

প্রথম আলো প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৬

অটোমান ইতিহাসের বড় একটি অংশই সোপ অপেরার মতো। অটোমান শাসকদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ‘ম্যাগনিফিসেন্ট’ হিসেবে পরিচিত সুলতান সুলেমান। ষোড়শ শতকে তিনি যাঁকেই নিজের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী ভেবেছেন, তাঁকেই হত্যা করেছেন। তাঁর এই সন্দেহের তালিকা থেকে বাদ পড়েননি বোনের স্বামী থেকে শুরু করে ছেলে ও নাতি। দুই বোনের স্বামী, দুই পুত্র ও তথাকথিত বিদ্রোহী পুত্রদের ছোট সন্তানদের হত্যা করতে কসুর করেননি তিনি।


২০১১ সালে টিভি সিরিজ সুলতান সুলেমান প্রথম প্রচারিত হয়। তখন সিরিজটি বিপুল জনপ্রিয়তা লাভ করে—সারা বিশ্বের মতো বাংলাদেশেও এই সিরিজ সম্প্রচারিত হয়। দ্য ইকোনমিস্টের সংবাদে বলা হয়েছে, এই টিভি সিরিজের মধ্য দিয়ে তুরস্কের টিভি সিরিজ বৈশ্বিক পরিসরে জায়গা পেতে শুরু করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও