বড়পুকুরিয়ায় নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু
বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে।
প্রথম দিকে পরীক্ষামূলকভাবে দৈনিক ১৫০০-২০০০ টন এবং পরবর্তীতে দৈনিক ৩০০০-৩৫০০ টন হারে কয়লা উত্তোলন করা হবে বলে জানান খনি কর্তৃপক্ষ।
কয়লা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার।