কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ভালোবাসা দিবস স্মরণীয় করবে ৫ উপহার

‘ভালোবাসা মানে আগাম চলার শুরু, ভালোবাসা মানে অবিরাম চলা বসা’। ভালোবাসা মানে সঙ্গীর কাছে বিশ্বাস আর ভরসার প্রতিশ্রুতি।

বিশ্ব ভালোবাসা দিবস বুধবার (১৪ ফেব্রুয়ারি)। বিশ্বের অনেক যুগলই অধীর আগ্রহে অপেক্ষা করে দিনটার জন্য। এমন দিনে থাকে উপহার দেওয়ার প্রসঙ্গও। কাছের মানুষটির জন্য ভালোবাসা মেশানো উপহার দেওয়ার পরিকল্পনা থাকে অনেকের। তবে ভালোবাসার মানুষকে কি উপহার দিচ্ছেন তার থেকেও বড় ব্যাপার হলো তাতে যেন আন্তরিকতার ছোঁয়া থাকে।

ভালোবাসা দিবসে প্রিয়জনকে কী উপহার দেবেন সে পরিকল্পনা নিশ্চয়ই একেকজনের একেকরকম। এই লেখায় থাকল কয়েকটি উপহারের কথা, তবে সিদ্ধান্ত কিন্তু আপনার হাতেই। 

গোলাপের তোড়া

ভালোবাসার দিনে উপহার হিসেবে ফুলের বিকল্প নেই। ফুল সকলেই ভালোবাসেন এবং উপহার হিসেবে ফুলের মতো স্নিগ্ধ আর কিছুই নেই। আর তা যদি হয় রংবেরঙের গোলাপ তাহলে তো অনবদ্য। বিভিন্ন রঙের গোলাপ দিয়ে তৈরি করা ফুলের তোড়ায় এই দিনটি আরও রঙিন হবে। আপনার সঙ্গীর মুখে হাসি ফুটবেই।

হাতে তৈরি কার্ড

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের যুগে গ্রিটিংস কার্ডের চল আগের মতো নেই। নতুন প্রজন্মের কাছে হয়ত গ্রিটিংস কার্ড বিষয়টিই পরিষ্কার নয়। কিন্তু ভালোবাসার দিনে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারেন। দোকান থেকে না কিনে হাতেই তৈরি করতে পারেন কার্ড। সেখানে থাকতে পারে দু-এক লাইন কবিতাও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন