বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রের পূর্ণ সুফল পেতে আরও অপেক্ষা

বিডি নিউজ ২৪ বাঁশখালী প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৮

বছর খানেক আগে নির্মাণকাজ শেষে বেসরকারি খাতে দেশের সবচেয়ে বড় বাঁশখালী তাপ বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ সরবরাহ করছে ছয় মাস ধরে; তবে সক্ষমতার চেয়ে অর্ধেক উৎপাদন করেই বসে থাকছে চট্টগ্রামের কয়লাভিত্তিক কেন্দ্রটি। 


এ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ নিয়ে যেতে সঞ্চালন লাইন প্রস্তুত থাকলেও গ্রিড উপকেন্দ্রের পর্যাপ্ত সক্ষমতার অভাবে ‘কম মূল্যের’ এ বিদ্যুৎ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। 


তবে আগামী মে মাস নাগাদ এ কেন্দ্র থেকে সরবরাহ পরিস্থিতি উন্নতির আশার কথা বলছেন সংশ্লিষ্টরা। 


বিদ্যুৎ সঞ্চালনকারী কোম্পানি রাষ্ট্রায়ত্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ- পিজিসিবির জনসংযোগ কর্মকর্তা এ বি এম বদরুদ্দোজা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সময়ের মধ্যে চট্টগ্রামের মদুনাঘাট গ্রিড সাবস্টেশনে একটি ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার চালু হলে পরিস্থিতির উন্নতি ঘটবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও