এখনো মাঝেমধ্যে ফরীদি ভাই স্বপ্নে হাজির হন, আড্ডা দেন: আফরান নিশো
প্রথম আলো
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৯
হুমায়ুন ফরীদি আমার শিক্ষক নন, আমার গুরু।
ছোটবেলায় কখনো ভাবিনি অভিনেতা হব। তাই তাঁর অভিনয় দেখে বড় হয়েছি, তিনি ছিলেন আমার স্বপ্নের নায়ক—এসব বললে ভুল হবে। নাটকের সেটে প্রথম দেখাতেই তাঁর চাহনি, ভঙ্গি ও কথা বলার ধরন নজর কেড়েছিল। তিনি এলেই সেটের পরিবেশ বদলে যেত। তাই বলে হুমায়ুন ফরীদিকে দেখলেই যে চট করে দাঁড়িয়ে যেতাম, শ্রদ্ধায় মাথা নত করতাম, তা নয়। অহেতুক তোষামোদি জিনিসটা আমাকে দিয়ে হয় না। বোধ হয় এ কারণেই তিনিও আমাকে পছন্দ করেছিলেন।