ইসরায়েল হামলা চালালে রাফায় ‘বিপর্যয়’ নেমে আসবে
ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা এলাকায় ইসরায়েল স্থল অভিযান চালালে সেখানে ‘বিপর্যয়কর’ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। রাফায় ইসরায়েলি বাহিনীর অভিযানের প্রস্তুতির মধ্যে এ সতর্কতার কথা বলা হয়েছে।
এদিকে গাজায় ইসরায়েলি হামলাকে ‘মাত্রাতিরিক্ত’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমন সময় তিনি এ মন্তব্য করলেন, যখন ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ২৮ হাজারে পৌঁছেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, রাফায় ‘অভিযান চালানোর প্রস্তুতি নিতে’ ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। একমাত্র এই শহরে এখন পর্যন্ত স্থল অভিযান চালায়নি ইসরায়েল।