আহমেদ রুবেলকে নিঃসঙ্গ করে দেওয়া হয়েছে! অরুণা বিশ্বাসের ক্ষোভ

প্রথম আলো প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১০

‘চাপা ডাঙার বউ’ চলচ্চিত্রে দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু অরুণা বিশ্বাসের। নায়করাজ রাজ্জাকের হাত ধরে ১৯৮৬ সালে পথচলা শুরু করা অরুণার বিশ্বাসের অভিনয়জীবন চার দশক ছুঁই ছুঁই। আজ শুক্রবার সকালে তাঁর ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, সিন্ডিকেটের নামে সব গুণী শিল্পীগুলোকে কাজ না দিয়ে ঘরে বসিয়ে রেখে জীবিত মেরে ফেলা হচ্ছে। আর মঞ্চে চলছে দাঁড়িয়ে হাহুতাশ। অসম্মান, অশ্রদ্ধা এসব পাওয়ার জন্য শিল্পীর জন্ম নয়।


কী কারণে এমনটা লিখেছেন, তা ফেসবুক পোস্টে উল্লেখ করেননি। এরপর প্রথম আলোর পক্ষ থেকে কথা হলে জানান, গেল বুধবার মারা যাওয়া শক্তিমান অভিনয়শিল্পী আহমেদ রুবেলের মৃত্যু তাঁকে নাড়া দিয়েছে। এক যুগের বেশি সময় ঢাকা ছেড়ে গাজীপুরের জয়দেবপুরে নিজ বাড়িতে গিয়ে থাকা শুরু করেন। আশির দশকের মাঝামাঝি কলেজ পড়তে ঢাকায় আসা আহমেদ রুবেল জীবনের দুই যুগ কাটান। অভিনয়ের ব্যস্ততা কমে যাওয়ায় নতুন কোনো কাজে যুক্ত হলে তবেই ঢাকায় আসতেন। এর বাইরে অন্য সময়টায় জয়দেবপুরের ছায়াবীথি এলাকায় থাকতেন। অরুণা বিশ্বাসের মতে, আহমেদ রুবেলের মতো অভিনয়শিল্পী সিন্ডিকেটে কোণঠাসা হয়ে পড়েছিলেন। তাই কাজের ব্যস্ততা কমে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও