You have reached your daily news limit

Please log in to continue


গুলির শব্দ থেকে বাঁচতে কানে কখনো হাত, কখনো বালিশচাপা দেন বৃদ্ধ বেওলা খাতুন

কান থেকে হাত নামাতেই পারছেন না বেওলা খাতুন (৬০)। হাত একটু সরাতেই গুলির শব্দে কানে তালা লেগে যাচ্ছে। সীমান্তের ওপাশ থেকে টানা গোলাবর্ষণ ও গুলির শব্দ। সবার মধ্যেই আতঙ্ক আর সতর্কতা। মাথা বাঁচিয়ে কোনোরকমে বেওলা খাতুনের বাড়ির সামনে যখন এসে পৌঁছালাম, তখন তিনি কানে হাত দিয়ে আছেন। গোলাগুলির শব্দের মধ্যে তাঁর সঙ্গে কথা বলতে রীতিমতো চেঁচাতে হলো।

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মিয়ানমার সীমান্তের রহমতের বিল এলাকায় বেওলা খাতুনের বাড়ি। সেখান থেকে মাত্র আধা কিলোমিটার দূরেই মিয়ানমারের কুমিরখালী। সেখানকার যুদ্ধ পরিস্থিতির আঁচ লেগেছে এখানেও। গোলাগুলি চলছে পাঁচ দিন ধরে। আর এর মধ্যেই এই বৃদ্ধা আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন। আজ মঙ্গলবার দুপুরে বেওলা খাতুনের সঙ্গে কথা হয় তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে। সীমান্তের ওই এলাকা দিয়ে মিয়ানমারের বিজিপি ও সেনাসদস্যদের অনেকেই পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সেখানে তাই বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা পাহারা দিচ্ছেন। এপারের উৎসুক লোকজন আর সংবাদকর্মীরাও ভিড় করেছিলেন ওই এলাকায়। সবারই দৃষ্টি সীমান্তদের ওপারে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন