চবিতে ধর্ষণচেষ্টা: অধ্যাপকের স্থায়ী অব্যাহতির দাবিতে শিক্ষার্থীদের অবস্থান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রসায়ন বিভাগের অধ্যাপককে স্থায়ী অব্যাহতির দাবিতে আন্দোলন চলছে। আজ মঙ্গলবার চতুর্থ দিনে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। গত বৃহস্পতিবার থেকে ক্লাস বর্জন করে আন্দোলন করছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। তাঁরা জানান, ওই শিক্ষককে স্থায়ী অব্যাহতি না দেওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
আজ বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু হয়। বেলা দুইটায় এ কর্মসূচি শেষ হবে জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রারের কার্যালয় রয়েছে।