স্মার্টফোন থেকে তথ্য চুরি ও কল রেকর্ড করে এই ৬ অ্যাপ
প্রথম আলো
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৯
গুগল প্লে স্টোরে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ছয়টি অ্যাপে ‘বজ্রস্পাই’ নামের নতুন ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ইসেট’।
প্রতিষ্ঠানটির গবেষকদের দাবি, অ্যাপগুলো নামালেই স্মার্টফোনে বজ্রস্পাই ম্যালওয়্যার প্রবেশ করে গোপনে বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি ফোনকল রেকর্ড করে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে।