![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-01%252F590a4b0f-1ad5-4900-b37b-0ea2636ab520%252FFigure_Robot.jpg%3Frect%3D0%252C0%252C900%252C506%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
বিএমডব্লিউ গাড়ির যন্ত্রাংশ তৈরি করবে এআই রোবট
প্রথম আলো
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪, ১৫:৪২
শৌখিন ও অভিজাত ক্রেতাদের অনেকেই জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউর গাড়ি ব্যবহার করেন। ব্যবহারকারীদের চাহিদা মেটাতে এবার নিজেদের যুক্তরাষ্ট্রের কারখানায় মানবাকৃতির এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর রোবটের মাধ্যমে গাড়ির যন্ত্রাংশ তৈরির উদ্যোগ নিয়েছে বিএমডব্লিউ কর্তৃপক্ষ। এ জন্য রোবট নির্মাতা প্রতিষ্ঠান ‘ফিগার’–এর সঙ্গে চুক্তিও করেছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় অবস্থিত বিএমডব্লিউয়ের গাড়ি তৈরির কারখানায় প্রায় ১১ হাজার কর্মী রয়েছেন। ফিগারের তৈরি রোবটগুলো এই কারখানায় মানুষের পাশাপাশি গাড়ির কাঠামোসহ (বডি) বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করবে। কারখানায় কাজের উপযোগী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণও দেওয়া হবে রোবটগুলোকে। আগামী ১২ থেকে ২৪ মাসের মধ্যে রোবটগুলো বিএমডব্লিউয়ের কারখানায় কাজ শুরু করবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৭ মাস আগে