কারখানা অচল, গ্যাসের জন্য মালিকদের হাহাকার
গাজীপুরের কোনাবাড়ির আমবাগ সড়কের এম এম নিটওয়্যার কারখানায় আগে দিনে গ্যাসের চাপ কম থাকলেও রাতে ভালোই চাপ পাওয়া যেত। কিছু দিন ধরে রাতে বা দিনে একই অবস্থা, গ্যাস নেই বললেই চলে।
এ কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ৪০ থেকে ৫০ টন হলেও এখন তা ২০ থেকে ২৫ টনে নেমে এসেছে বলে জানান সহকারী মহাব্যবস্থাপক মনোয়ার হোসেন। তিনি বলেন, গ্যাসের সংকটই-মূলত চাপ কম থাকাই এর মূল কারণ।
একই রকম অবস্থা ঢাকার অদূরের আরেক শিল্প এলাকা নারায়ণগঞ্জের ফতুল্লাতেও। সেখানকার ওয়াপদারপুল এলাকায় আমজাদ ডাইং লিমিটেডে গত তিন মাসে সংকট প্রকট হয়েছে। গত এক সপ্তাহ ধরে গ্যাস একেবারেই নেই, ফলে কারখানার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার কথা বললেন এর কর্ণধার আমজাদ হোসেন।
এক বছর ধরে গ্যাস সংকট নিয়ে ভুগছেন জানিয়ে তিনি বলেন, “অথচ গ্যাসের মূল্য সাড়ে ১১ টাকা থেকে এক বছর আগে বাড়িয়ে সাড়ে ৩৪ টাকা করা হয়েছে।”