![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-01%252F2fb8a8c7-7e16-4c0b-8773-70a89d9905e8%252F345234_01_02.jpg%3Frect%3D0%252C0%252C3506%252C1972%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
জাভির ইতিহাসের পর তোরেসের হ্যাটট্রিক
প্রথম আলো
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৪, ০৯:০১
‘এর চেয়ে ভালো কিছু আমি চাইতে পারতাম না’—ম্যাচ শেষে বলা কথাটা ফেরান তোরেস। কাল রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচটি ছিল বার্সেলোনায় তোরেসের ১০০তম। আর এই ম্যাচেই ক্লাবের হয়ে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ২৯ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড।
শুধু হ্যাটট্রিকই নয়, অন্য একটি গোলে করেছেন সহায়তাও। তোরেসের চার গোলে অবদানের ম্যাচে বার্সেলোনা বেতিসকে হারিয়েছে ৪-২ ব্যবধানে।
- ট্যাগ:
- খেলা
- স্প্যানিশ লা লিগা
- ফেরান তোরেস