কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ম্যাট, লিকুইড, গ্লসি, না ক্রিম? নিজের ইচ্ছে অনুযায়ী লিপস্টিক বাছবেন, না কি পোশাকের রং দেখে?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৪, ২০:০৪

সামনেই বন্ধুর বিয়ে। কোন অনুষ্ঠানে কী পোশাক পরবেন, সে সবই গুছিয়ে রাখা হয়েছে। যে হেতু শীতকাল, তাই মেকআপ করার আগে কী কী সতর্কতা নিতে হবে, তা-ও মাথায় আছে। কিন্তু সমস্যা হল লিপস্টিক নিয়ে। অনলাইনে ছাড় দিচ্ছিল বলে, আবার শুধু মাত্র রং পছন্দ হয়েছে বলে কখনও লিকুইড আবার কখনও ম্যাট লিপস্টিক কিনে ফেলেছেন। আগে যে গ্লসি বা ক্রিম লিপস্টিক মা-কাকিমারা ব্যবহার করতেন, সেগুলো তো রয়েছেই। এই এত রকমের লিপস্টিকের ভিড়ে কোনটা কখন মাখবেন, ঠিক বুঝে উঠতে পারছেন না। পোশাকের রং তো নিশ্চয় একটি শর্ত। এ ছাড়া আর কী কী বিষয় মাথায় রাখতে হবে?


১) লিকুইড লিপস্টিক


লিপস্টিকের রং দীর্ঘ ক্ষণ ঠোঁটে রাখতে চাইলে চোখ বন্ধ করে লিকুইড লিপস্টিকের উপর ভরসা করা যায়। তবে এই ধরনের লিপস্টিক পরলে যে হেতু ঠোঁট শুকিয়ে যায়, তাই শুষ্ক ত্বকের সমস্যা থাকলে সাবধান। তৈলাক্ত ত্বক হলে নির্ভয়ে লিকুইড লিপস্টিকের উপর ভরসা করতে পারেন।


২) ম্যাট লিপস্টিক


খুব চকচকে নয়, অথচ মসৃণ, ভেলভেটের মতো ঠোঁট চাইলে এই ম্যাট লিপস্টিক পরতে পারেন। সাবেক সাজের সঙ্গে ম্যাট লিপস্টিক দারুণ মানায়। তবে ফাটা ঠোঁটের সমস্যা থাকলে কিন্তু ম্যাট লিপস্টিক না পরাই ভাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও