![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/public/uploads/2024/01/20/social/1705754034.Untitled-1 copy.jpg)
বিদ্রোহীদের আক্রমণে ভারতে পালাল মিয়ানমারের ৬০০ সেনা
মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহীদের সংঘাত যতই তীব্র হচ্ছে ততই দেশটির সেনাবাহিনীর সদস্যদের ভারতের মিজোরামে পালিয়ে আশ্রয় নেওয়ার ঘটনা বাড়ছে। এরই মধ্যে মিজোরাম সরকার পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রকে অবহিত করেছে এবং প্রতিবেশী দেশ থেকে সৈন্যদের দ্রুত ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে।
সম্প্রতি ভয়াবহ সংঘর্ষের মধ্যে মিয়ানমারের প্রায় ৬০০ সেনা সৈন্য ভারতে প্রবেশ করেছে। পশ্চিম মিয়ানমারের রাজ্য রাখাইনে একটি জাতিগত সশস্ত্র গোষ্ঠীর (আরাকান আর্মি) আক্রমণের মুখে তাদের ক্যাম্প দখল হওয়ার পর তারা মিজোরামের লংটলাই জেলায় আশ্রয় নেন।