মিরপুরে চালের বাজারে অভিযান
রাজধানীর মিরপুরে চালের বাজারে অভিযান চালাচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের তদারকি টিম। শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় মিরপুর ১ নাম্বারে শাহ আলী বাজারে এ অভিযান শুরু হয়।
অভিযানে শাকিল রাইস এজেন্সি, চিশতিয়া রাইস এজেন্সি, সততা রাইস এজেন্সিসসহ বেশ কিছু দোকানে অভিযান চালায় তদারকি টিম। এসময় স্টক রেজিস্ট্রার চাওয়া হয় ব্যবসায়ীদের কাছ থেকে। তবে তা দেখাতে পারেননি মালিক ও কর্মচারীরা। এছাড়া ক্রয় রশিদও দেখাতে পারেননি অনেকে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- অভিযান
- চালের বাজার