কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শীতে চুল অত্যধিক তেলতেলে হয়ে যাচ্ছে? যত্নে কোনও ত্রুটি থেকে যাচ্ছে না তো?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৪, ০০:১৭

শীতকালে চুল তেলতেলে হওয়ার সমস্যা নতুন নয়। শীতকালে স্নান করার কথা ভাবলেই হা়ড় হিম হয়ে আসে। সেখানে এই শীতে কাঁপতে কাঁপতে শ্যাম্পু করা সত্যিই যন্ত্রণার। ফলে চুল আরও বেশি তেলতেলে হয়ে যায়। তবে এই সমস্যা না হয় শীতকালের। অনেক সময় গরমকালে সপ্তাহে তিন দিন শ্যাম্পু করেও চুলের তেলতেলে ভাব কাটতে চায় না। এর নেপথ্যে অবশ্য রয়েছে কিছু ভুল।


১) শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার বেশির ভাগ মানুষই লাগান এখন। এমনিতে কন্ডিশনার লাগানো চুলের পক্ষে খুবই উপকারী। কিন্তু ভুল ভাবে লাগালে চুল নেতিয়ে যেতে পারে। বিশেষ করে যাঁদের চুল একদম সোজা এবং খুব সরু। কন্ডিশনার লাগানোর সময়ে খেয়াল রাখতে হবে তা যেন মাথার তালুতে না লেগে যায়। চুলে একদম গোড়ায় কন্ডিশনার লাগানোর প্রয়োজন নেই। বাকি চুলে লাগালেই যথেষ্ট।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও