![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2024/Jan/1705668168_hockey.jpg)
অলিম্পিক্স হকিতে জায়গা হল না ভারতের মেয়েদের, জাপানের কাছে হার, আশা শেষ সবিতাদের
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৪, ১৮:৪৮
অলিম্পিক্সে সুযোগ পেলেন সবিতা পুনিয়ারা। গত বার অলিম্পিক্সে চতুর্থ হয়েছিলেন ভারতের মেয়েরা। কিন্তু এ বারে যোগ্যতা অর্জনই করতে পারলেন তাঁরা। ফলে প্যারিস অলিম্পিক্সে হকিতে দেখা যাবে না ভারতীয় মেয়েদের।
১-০ গোলে ভারতকে হারিয়ে দিল জাপান। (এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন।
- ট্যাগ:
- খেলা
- হকি খেলোয়াড়