You have reached your daily news limit

Please log in to continue


মুক্তি নিয়ে বিতর্ক, প্রেক্ষাগৃহে আসছে ৩ সিনেমা

গত ৮ ডিসেম্বর মুক্তি পেয়েছিল সরকারি অনুদানে তৈরি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘মৃত্যুঞ্জয়ী’। এরপর দেশের হলে মুক্তি পায়নি আর নতুন কোনো দেশি সিনেমা। প্রায় দেড় মাস পর প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে দেশের সিনেমা। একটি নয়, নতুন বছর শুরু হচ্ছে তিন সিনেমা দিয়ে। অনেক নির্মাতা ও প্রযোজক এত দিন বলেছেন, ঈদ ছাড়া একই সপ্তাহে দুইয়ের বেশি সিনেমা মুক্তির নিয়ম নেই। তাই এবার একই সপ্তাহে তিন সিনেমা মুক্তি পাওয়ায় সৃষ্টি হয়েছে নানা বিতর্কের। 

চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’, মেহেদী হাসানের ‘শেষ বাজি’র সঙ্গে মুক্তির মিছিলে রয়েছে পশ্চিমবঙ্গের সিনেমা ‘হুব্বা’। ভালোবাসা, মান-অভিমান ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে কাগজের বউ। অভিনয় করেছেন ডি এ তায়েব, পরীমণি, মামুনুন ইমন প্রমুখ। মানুষের জীবনে জুয়া খেলার প্রভাব নিয়ে লেখা গল্পে নির্মিত শেষ বাজি সিনেমায় অভিনয় করেছেন সাইমন সাদিক, শিরিন শিলা, মাহমুদুল হাসান মিঠু প্রমুখ। অন্যদিকে পশ্চিমবঙ্গের হুগলি জেলার অপরাধজগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী হুব্বা শ্যামলকে নিয়ে হুব্বা বানিয়েছেন ব্রাত্য বসু। নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের মোশাররফ করিম। সিনেমাটি দেশে আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া। গতকাল বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত হুব্বা ৬৩, শেষ বাজি ১৯ ও কাগজের বউ ৮টি প্রেক্ষাগৃহ চূড়ান্ত করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন