বিএনপি নেতা কাইয়ুমের প্রত্যর্পণ আটকে দিল মালয়েশিয়ার আদালত
মালয়েশিয়ায় গ্রেপ্তার বিএনপি নেতা এম এ কাইয়ুমকে ফেরত পাঠানোর আদেশ স্থগিত করে দিয়েছে দেশটির হাই কোর্ট।
বৃহস্পতিবার তার আবেদন গ্রহণ করে এ আদেশ দেন বিচারক মুনিয়ান্দি। এর ফলে আপাতত মালয়েশিয়া ছাড়তে হচ্ছে না কাইয়ুমকে।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়মেইল এক প্রতিবেদনে লিখেছে, এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৫ এপ্রিল দিন রেখেছেন বিচারক।
কাইয়ুমের পক্ষে গত সোমবার ওই আবেদন করেন আইনজীবী কি শু মিন। রাষ্ট্রপক্ষে ফেডারেল অ্যাটর্নি মোহাম্মদ ফিরদাউস সাদিনা আলী আপত্তি না জানানোয় আদালত আবেদনটি গ্রহণ করে।