অঘোষিত যুদ্ধের মাধ্যমে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৪, ১৪:১০

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আমাদের দেশকে বর্তমানে আর সুন্দর ও সভ্য দেশ বলার মতো অবস্থা নেই। এই দেশের পরিচালনায় যারা রয়েছেন, তারা এতো পরিমাণ মিথ্যা কথা বলেন যা ইতিহাসে বিরল। সদ্য অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনে সিংহভাগ জনগণ অংশগ্রহণ করেনি, ভোটও দেয়নি। এক অঘোষিত যুদ্ধের মাধ্যমে জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে।


বুধবার (১৭ জানুয়ারি) ইনস্টিটিউশন অন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যে, এর চেয়ে সুন্দর নির্বাচন আর হতে পারে না। এসব দেখে পরবর্তী প্রজন্ম কী শিখবে? একদিন এসবের পতন হবে। এ সরকার ভালোভাবেই জানে, তাদের কার্যক্রম জনগণ ঘৃণা করছে। আর ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন ও প্রতিবাদী হতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও