দুটো ডোজেই উধাও খারাপ কোলেস্টেরল, বাজারে আসছে নতুন ওষুধ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৪, ১৮:৩২
ভারতের কোম্পানি নোভার্টিস এমন এক ওষুধ বাজারে আনছে যা স্বাস্থ্যখাতে যুগান্তকারী ভূমিকা রাখবে। খুব দ্রুতই তারা বাজারে আনছে ওষুধটি। মাত্র দুটো ডোজেই শরীরের খারাপ কোলেস্টেরল দূর হয়ে যাবে।
কিন্তু এই ওষুধের দাম শুনলেই চোখ কপালে উঠবে। এই ওষুধের নাম ইনক্লিসিরান। এর একটি ডোজেরই দাম লাখ টাকার বেশি। প্রথম ডোজ নেওয়ার ৩ থেকে ৬ মাস পরে দ্বিতীয় ডোজ নিতে হয়। যেসব রোগীর কোলেস্টেরল খুব বেশি, তাদের জন্য এই ওষুধ খুবই কার্যকরী বলে জানিয়েছেন নোভার্টিসের বিশেষজ্ঞরা।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এবং মাদ্রাজ রিসার্চ ফাউন্ডেশন এই ওষুধ নিয়ে গবেষণা চালাচ্ছে। দ্য ল্যানসেট মেডিক্যাল জার্নালে এই ওষুধের খবর ছাপা হয়েছে। তবে মাত্র দুটি ডোজেই এলডিএল-সি, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল-সি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে বলে দাবি।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ওষুধ উৎপাদন
- খারাপ কোলেস্টেরল