কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশ সফরকে ‘পাখির চোখ’ অস্ট্রেলিয়ার

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪, ২০:৪৪

শিরোপার শোকেস যে ভরপুর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ছেলেদের ও মেয়েদের ক্রিকেটে পাল্লা দিয়ে জিতছে একের পর এক আইসিসি ইভেন্ট। যেখানে মেয়েদের ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ষষ্ঠবার। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের সর্বশেষ তিন মৌসুমের তিনটিতেই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েরা। 


মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সর্বশেষ আয়োজিত হয়েছে গত বছরের ফেব্রুয়ারিতে। কেপটাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।শিরোপা ধরে রাখার লক্ষ্যে আবারই মাঠে নামতে হচ্ছে অস্ট্রেলিয়ার মেয়েদের। সূচি চূড়ান্ত না হলেও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম পর্ব শুরু হবে এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। এবারের টুর্নামেন্ট হবে বাংলাদেশে। এর আগে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। ওমেন্স প্রিমিয়ার লিগ শেষে মার্চের শেষে বাংলাদেশে এসে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজকেই যেন পাখির চোখ করছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক শন ফ্লেগলার বলেন, ‘বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশে হবে। উইকেট কেমন আচরণ করে, তা দেখে নেওয়ার সুযোগ থাকছে এই সফরে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও