![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/04/27/5498261eb2b62af0fc8389ab7b88cc7a-662c78b9bd6fa.jpg)
আইপিএলের যে ম্যাচে রেকর্ড আর রেকর্ড
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪, ১১:২৫
রানের পাহাড় গড়েও জেতা হলো না কলকাতা নাইট রাইডার্সের। দুই ওপেনার সুনিল নারাইন (৭১) ও ফিল সল্টের (৭৫) ঝোড়ো ফিফটিতে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ২৬১ রান করেছিল কলকাতা।
কিন্তু গতকাল ইডেন গার্ডেনসে পাঞ্জাব কিংসের ব্যাটাররা ম্যাচে যে তাণ্ডব চালালেন, তাতে কলকাতার দেওয়া রেকর্ড ২৬২ রানের লক্ষ্যও ধোপে টেকেনি।