গাজীপুরে সর্বনিম্ন বেতনসহ ছয় দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
সরকার ঘোষিত সর্বনিম্ন বেতনসহ ছয় দফা দাবিতে গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ শনিবার সকাল আটটায় গাজীপুর নগরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে তাঁরা এ বিক্ষোভ করেন।
কারখানাটির শ্রমিক সফিকুল ইসলাম বলেন, সরকার সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ সেই বেতন সবাইকে দিচ্ছে না। একেকজনকে একেক ধরনের কথা বলে সেই বেতন দিতে গড়িমসি করছে। এ ছাড়া অতিরিক্ত কাজ করাচ্ছে, কিন্তু ওভারটাইমের টাকা দিচ্ছে না। যে কারণে তাঁরা বাধ্য হয়ে দাবি আদায়ে সড়কে নেমেছেন।