কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চট্টগ্রামে কোনো কেন্দ্রে ১ শতাংশ, কোথাও প্রায় শতভাগ ভোট

প্রথম আলো প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৪, ১৬:২৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৫ (হাটহাজারী–আংশিক শহর) আসনের বায়েজিদ বোস্তামী ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয় (নিচতলা) কেন্দ্রে মোট ভোটার ৭৪০টি। ভোট পড়েছে মাত্র ৮টি। তার মধ্যে আবার একটা বাতিল। প্রদত্ত ভোটের হার ১ শতাংশ মাত্র। আবার একই আসনের উত্তর ছাদেক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে ৮০ শতাংশ। আসনটির ১৪৬ কেন্দ্রে গড় ভোটের হার ২০ দশমিক ৮৫।


আবার চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে মজহারুল উলুম গাউছিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গড়ে ৯৮ শতাংশ ভোট পড়েছে। ৪ হাজার ৯৪ ভোটের মধ্যে ৪ হাজার ১৫ ভোট পড়েছে এখানে। এর মধ্যে ১ হাজার ৭৮ ভোট বাতিল করা হয়। জাল ভোট এবং স্বাক্ষর না থাকায় ব্যালট বাতিল করা হয় বলে প্রিসাইডিং কর্মকর্তা মো. আসাদুল্লাহ খালিদ জানান। আবার এখানে ১০ থেকে ১৯ শতাংশ ভোট পড়েছে ৯ কেন্দ্রে। ১৪২ কেন্দ্রে গড়ে ৩৩ শতাংশ ভোট পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও