You have reached your daily news limit

Please log in to continue


লোহিত সাগরে হুতিদের ‘বৃহত্তম হামলা’, পাল্টা হামলার ইঙ্গিত পরাশক্তির

লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতিদের ছোড়া ২১টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নৌবাহিনী।

মঙ্গলবার রাতে ইরান সমর্থিত হুতিরা এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে, যাকে লোহিত সাগরে তাদের এ পর্যন্ত চালানো বৃহত্তম হামলা বলে মনে করা হচ্ছে। হামলা প্রতিহত করার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইঙ্গিত দিয়েছে, তারা হুতিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে।  

বিবিসি জানিয়েছে, বিমানবাহী রণতরী-ভিত্তিক জঙ্গি বিমান ও বহরে থাকা যুদ্ধজাহাজগুলো গুলি করে ওই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

হুতিদের এসব হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাশ করেছে। প্রস্তাবে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর জাহাজ রক্ষার অধিকারকে অনুমোদন দেওয়া হয়েছে। হুতিরা এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন