রেসিপি: স্যামন মাছের কাবাব
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৪, ১৬:০৮
কিছুটা ভিন্ন স্বাদের, মজাদার আর সহজ রেসিপি।
রান্না না জানলেও যে কেউ খুব কম সময়ে এই চমৎকার খাবার তৈরি করে নিতে পারেন সায়মা সিদ্দিকার রেসিপিতে।
উপকরণ
আধা কাপ টক দই। ১/৩ কাপ কুচি করে কাটা টমেটো। ১/৩ কাপ কুচি করা শসা। ২ টেবিল-চামচ কাটা ধনেপাতা। ২৫০ গ্রাম ক্যানড স্যামন (পানি ঝরানো)। ৩-৪ কাপ ফ্লেকস ওটস। ১/৩ কাপ তরল দুধ। ১টি ডিম (হালকা ফেটানো)। ২ টেবিল-চামচ কাটা পেঁয়াজ। ১/৪ চা-চামচ লবণ। ৪ টেবিল-চামচ তেল ভাজার জন্য।